গুগলে ইন্টার্নদের মাসিক আয় ৫ লাখ টাকারও বেশি!

Author Topic: গুগলে ইন্টার্নদের মাসিক আয় ৫ লাখ টাকারও বেশি!  (Read 999 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
গুগলে ইন্টার্নদের মাসিক আয় ৫ লাখ টাকারও বেশি!



বর্তমান বিশ্বে চাকরি যেন দিন দিনই সোনার হরিণে পরিণত হচ্ছে। আর মাসে লাখ টাকা আয়? সে তো এক মরীচিকা। তবে অবাক করার মত ব্যাপার হচ্ছে, বিশ্বের নামকরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে রয়েছে এর ঠিক উল্টো চিত্র। কারণ এসকল প্রতিষ্ঠানে একজন ইন্টার্ন বা শিক্ষানবিশ কর্মীরই প্রতি মাসের আয় লাখ টাকারও বেশি। শীর্ষস্থানীয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টার্নদের মাসিক আয়/বৃত্তির তথ্য সংগ্রহ করে সেগুলো টুইটারে প্রকাশ করেছেন টিফানি জং নামক এক তরুণী। তাঁর তৈরি করা তালিকা থেকে দেখা যাচ্ছে, ইন্টার্নদের সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করে সোশ্যাল প্ল্যাটফর্ম কুয়েরা। এখানে কর্মরত একজন ইন্টার্নের গড় আয় প্রতি মাসে প্রায় ৮,২৫০ ডলার বা প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও বাড়িভাড়া বাবদ পরিশোধ করা হয় ১৫০০ ডলার। অন্যদিকে, গুগলে কর্মরত একজন ইন্টার্ন প্রতি মাসে পেয়ে থাকেন প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। প্রায় কাছাকাছি পরিমাণ অর্থ পরিশোধ করে ফেসবুকও। আরও বেশ কিছু প্রতিষ্ঠানের ইন্টার্নদের আয়ের পরিমাণ দেখে নিন তালিকা থেকেই: -