ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই ঋণ পেতে যে সকল ডকুমেন্ট লাগবে

Author Topic: ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই ঋণ পেতে যে সকল ডকুমেন্ট লাগবে  (Read 3780 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এসএমই সহ যেকোন ধরনের ঋণ পাওয়া খুবই জটিল একটি বিষয় ।অনেক উদ্যোক্তা আছেন যারা জানেন না এসএমই ঋণ নিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় । এসএমই ঋণ নিতে যে দলিল বা কাগজপত্র লাগে যেগুলো একটি তালিকা নিচে দেওয়া হল।  আশা করি আপনাদের কাজে লাগবে।
 
•   ট্রেড লাইসেন্স
•   ব্যবসাযর নামে ব্যাংক একাউন্ট ( কারেন্ট অ্যাকাউন্ট )
•   ন্যাশনাল আইডি কার্ড
•   ড্রাগ লাইসেন্স (শুধুমাত্র মাদক ব্যবসার জন্য )
•   বিএসটিআই সার্টিফিকেট ( খাদ্য উৎপাদন কোম্পানীর জন্য )
•   ডিসি থেকে অনুমতি ( ডিজেল ও এসিড ব্যবসার জন্য )
•   পেট্রোবাংলার সার্টিফিকেট ( ডিজেল ও অক্টেন ব্যবসার জন্য )
•   গত 1-3 বছর ব্যাংক স্টেটমেন্ট ( ব্যাংকের চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত করতে পারেন)
•   দোকান বা বাড়ির চুক্তি
•   অবস্থান ডকুমেন্ট
•   টিন সার্টিফিকেট (TIN- Tax Identification Number)
•   ভ্যাট সার্টিফিকেট (শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে)
•   বিদ্যুৎ বিল
•   টেলিফোন বিল
•   শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
•   কর্মচারী নাম , বেতন , পোস্ট এবং মাসিক বেতন শীট
•   IRC ( রপ্তানি ও আমদানি ব্যবসার জন্য ) ( আমদানি নিবন্ধন সার্টিফিকেট )
•   সঞ্চিত / মজুদ পণ্য এবং পণ্যের দাম
•   স্থায়ী সম্পদের তালিকা এবং মোট মূল্য
•   ঋণদাতাদের তালিকা
•   ঋণ গ্রহিতাদের তালিকা
•   বর্তমানে আপনি যদি কোন ঋণ নিয়ে থাকেন তার বর্ণনা
•   বাংলাদেশ ব্যাংকের CIB ( ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ) রিপোর্ট, এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন ব্যাংক আপনাকে নির্দিষ্ট ফর্ম দিবে এবং আপনি তা পূরণ করে ব্যাংকে জমা দিবেন । পরবর্তীতে ব্যাংকই যাবতীয় কাজ সম্পাদন করবে।
•   ঋণ আবেদনকারী এবং জামিনদারের পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক চাইলে একাধিক ব্যাক্তিকে জামিনদার হিসেবে চাইতে পারে।
•   ট্রেড লাইসেন্স ও জামিনদার একজন ব্যবসায়ী হলে তার CIB প্রতিবেদন
•   এক বছরের বিক্রয়োত্তর রিপোর্ট এবং ব্যবসার মুনাফার প্রতিবেদন
•    প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য  নিবন্ধন পত্র এবং  স্মারকলিপির সার্টিফিকেট
•   ঋণ নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সংক্রান্ত রেজোলিউশন ( প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য )
•   নিরীক্ষিত আর্থিক বিবৃতি , শীট , লাভ-ক্ষতি হিসাব, নগদ প্রবাহ বিবৃতি (ltd কোম্পানির জন্য )
•   বর্তমান গ্রাহকদের তালিকা ( ltd কোম্পানির জন্য )
•   জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন এবং নোটারি ক্লাব থেকে নোটারাইজড অংশীদারিত্বের দলিল
•   ( অংশীদারিত্বের ব্যবসার জন্য )
•   ঋণ নেবার জন্য অংশীদারদের রেজোলিউশন
 
উপরে উল্লেখিত কাগজ গুলো প্রায় সব ব্যাংকের জন্য প্রায় একই। তবে ব্যাংক ও ব্যাবসায় ধরনের উপর ভিত্তি করে আরও নতুন কিছু কাগজপত্র লাগতে পারে।