IT Help Desk > IT Forum
সফটওয়্যার ছাড়া পেনড্রাইভের সর্টকাট ভাইরাস সমাধান।
(1/1)
kaziarif:
অস্থায়ি কিন্তু দ্রুত সমাধানঃ
কোন ডাউনলোড বা ইন্সটল লাগে না ;) ।. এটাও জেনে রাখা জরুরী – কারন আপনি তো পাবলিক পিসি তে আর এত সময় পাবেন না।
যদি আপনি Pendrive Shortcut problem বা এর সমাধান লিখে গুগলে সার্চ দেন তাহলে আপনি কম্যান্ড প্রমট দ্বারা এই সমাধান পাবেন – যদিও এটা অস্থায়ী সমাধান । পিসি রিস্টার্ট দিলে আবার আগের মতো হয়ে যাবে ।
Start -> All Programs-> Accessories -> command prompt.
Shortcut KEY win-key+R.
এবার Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা দেখে নিন ।
Type This Command:
Del *.link
And Press Enter.
Type attrib -h -r -s /s /d p:\*.*
আপনি P এর পরিবর্তে Pen Drive এর পাশে প্রথম বন্ধনীর মধ্যে যে অক্ষর লেখা ( ) আছে সেটা লিখুন মানে Drive Letter টি ।
Enter চাপুন।
monirulenam:
Thanks for your Informative posting
Navigation
[0] Message Index
Go to full version