মানবদেহের অজানা কিছু মজার তথ্য

Author Topic: মানবদেহের অজানা কিছু মজার তথ্য  (Read 778 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছি, রাতে আবার ঘুমাতে যাচ্ছি। এরমধ্যে খাওয়া-দাওয়া, কাজ, খেলাধুলা কত কী করছি। কিন্তু নিজের দেহটা সম্পর্কে কতটুকুই বা জানি? গবেষকরা কিন্তু লেগে আছেন মানবদেহের নিত্য-নতুন বৈশিষ্ট খুঁজে বের করতে। চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য যা আমাদের অনেকেরই জানা নেই।

* আমাদের চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন।

* আমাদের চোখের ওপর ভ্রুতে গড়ে ৫০০ টি লোম আছে।

* আমাদের দেহে প্রায় ১০০ বিলিয়ন এর বেশি নার্ভ সেল রয়েছে।

*আমরা কখনোই চোখ খুলে হাঁচি দিতে পারি না।

* একটি শক্ত পাথর থেকে আমাদের দেহের হাড় ৪ গুণ বেশি শক্ত।

* আমাদের মুখে যে কোন খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।

* প্রতিটি মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।

* বাচ্চারা বসন্তকালে খুব দ্রুত বড় হয়।

* আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

* আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।

* আমাদের হাতের নখে যে পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে।

* আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায়।

* জিভ আমাদের দেহের সবচাইতে শক্তিশালী পেশি।

* আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

* প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

* আমদের হাঁচির সময় বের হওয়া বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ মাইল।

* রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয়।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.