Religion & Belief (Alor Pothay) > Islam

হজের টাকা জমা শুরু ১৫ ডিসেম্বর

(1/1)

faruque:
হজের টাকা জমা শুরু ১৫ ডিসেম্বর



আগামী বছর যারা হজে যেতে চান, তাদের আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারির মধ্যে টাকা জমা দিতে হবে।


আজ বৃহস্পতিবার ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে জানান, আগামী ৮ ডিসেম্বর মন্ত্রিসভায় হজ প্যাকেজ উপস্থাপন করা হবে।

তিনি বলেন, '১৫ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়াসহ হজের কার্যক্রম চলবে। আগামী ৬ কিংবা ৭ ফেব্রুয়ারি সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের হজচুক্তি হওয়ার কথা রয়েছে।'

আগামী বছর থেকে হজ কার্যক্রমকে সৌদি আরব সরকার অনলাইনে নিয়ে আসায় বাংলাদেশও হজের কার্যক্রম এগিয়ে আনা হয়েছে বলে ধর্ম সচিব জানান।

এখন থেকে হজযাত্রীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করে হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।

হজ এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সচিব বলেন, হজ কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় সেজন্য রেজিস্ট্রেশন পর্যায়ে হজযাত্রীদের বিভিন্ন ফিসহ আরো কিছু ফি সরকারের কাছে রাখা হবে।

বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৪/জান্নাত

- See more at: http://www.bd-pratidin.com/islam/2014/11/27/46287#sthash.SXEa46F2.dpuf

Navigation

[0] Message Index

Go to full version