Faculties and Departments > Faculty Sections

গাছে পাওয়া যাবে বিদ্যুৎ!

(1/3) > >>

mahzuba:
কোন কিছু সহজে না পাওয়া গেলে আমরা কথায় কথায় বলি ‘অমুকটা কি গাছে ধরে’। এমনি একটি দুর্লভ জিনিস হচ্ছে— বিদ্যুৎ।  তবে এখন সত্যি সত্যিই বিদ্যুৎ গাছে পাওয়া যাবে!
সম্প্রতি ফ্রান্সের বিজ্ঞানীরা ‘উইন্ড ট্রি’ বা ‘বায়ু গাছ’ নামের একটি প্রটোটাইপ কৃত্রিম গাছ তৈরি করেছেন যার একটি বাড়িতে বসানো হলে তা থেকেই পুরো বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানো যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। খবর ডেইলি মেইল-এর।
ফরাসি গবেষণা সংস্থা সিএনআরএসের একদল গবেষক এই প্রযুক্তি আবিষ্কার করেছেন।
তাদের আবিষ্কৃত এই বায়ু গাছে প্লাস্টিকের পাতার মধ্যে বসানো থাকে টারবাইন। এই টারবাইন বাতাসে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এতে সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় গ্লুকোজ ও অক্সিজেন। আর এই দুটি উপাদান থেকে বিদ্যুৎ তৈরি হয়।
এ জন্য দরকার হবে একটি বায়োফুয়েল সেল তথা জৈবিক ব্যাটারি, যে সেলটিকে গবেষকরা একটি ক্যাকটাসের ভেতর প্রতিস্থাপন করে বিদ্যুৎ তৈরিতে সফল হয়েছেন। পরীক্ষায় দেখা গেছে, কৃত্রিম উপায়ে বেশি পরিমাণে আলো নিক্ষেপ করার ফলে একটি বায়োফুয়েল সেল প্রতি বর্গসেন্টিমিটার ক্যাকটাস থেকে ৯ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন। ভবিষ্যতের পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে এই প্রযুক্তি একটি মাইল ফলক হতে পারে। এই প্রযুক্তির আরো উন্নয়ন ঘটনানো সম্ভব আশা করছেন সংশ্লিষ্টরা।
গবেষকেরা বলছেন, এ গাছ তৈরিতে খরচ হবে২৩ হাজার ৫০০ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা । সাড়ে চার মাইল গতিতে বাতাস হলেই এ গাছ বিদ্যুৎ উত্পাদন করতে পারবে। বাড়ি, রাস্তার এলইডি বাতির বিদ্যুত্ জোগান দিতে এই কৃত্রিম গাছ ব্যবহার করা যাবে। ২০১৫ সাল নাগাদ এই প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুৎ বাজারজাত করা হতে পারে।

diljeb:
good to know about this new discovery..

ayasha.hamid12:
It's pretty amazing news.. liked it.

rokeya24:
wow....

Raihana Zannat:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version