জটিল পেশায় মস্তিষ্ক সুরক্ষিত

Author Topic: জটিল পেশায় মস্তিষ্ক সুরক্ষিত  (Read 1439 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
‘চাকরি তো চাকরিই’- এমনটা যাঁদের মত, তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা। কারণ তাঁদের দাবি, পেশাগত জীবনে কাজের ধরনের ভিন্নতা মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। তাঁদের মতে, পেশাগত জীবনে যাঁরা যত জটিল কাজের ভেতর দিয়ে যান, তাঁরা তত বেশি স্মৃতিশক্তি আর চিন্তাশক্তির অধিকারী হন। ইউনিভার্সিটি অব এডিনবরায় এক হাজার ৬৬ ব্যক্তির স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির পরীক্ষা নেওয়া হয়। তাঁদের গড় বয়স ৭০ বছর। ১১ বছর বয়সে তাঁদের আইকিউ কেমন ছিল, সেসব তথ্যও সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। এসব পরীক্ষা-নিরীক্ষা এবং অংশগ্রহণকারীদের পেশার ধরন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানান, পেশাগত জীবনে যাঁরা শিক্ষকতা বা ব্যবস্থাপনার কাজ করেছেন, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ আর নানামুখী কাজের কারণে তাঁদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অধিকতর চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির অধিকারী হয়ে উঠেছে। এ ছাড়া স্থাপত্য বা গ্রাফিক ডিজাইনিংয়ের মতো পেশায় অনেক তথ্য নিয়ে কাজ করার ফলেও একই ধরনের ফলাফল লক্ষ করা গেছে। অর্থাৎ কাজের জটিলতা তাঁদের মস্তিষ্ককে অন্যদের তুলনায় উন্নত করেছে। আমেরিকান একাডেমি অব নিউরোলজি সাময়িকীতে এসংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2014/11/21/153563

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline shimo

  • Full Member
  • ***
  • Posts: 166
  • Test
    • View Profile
Informative post