Faculties and Departments > Life Science

ডালাস ফ্লাইওভার, যুক্তরাষ্ট্র

(1/1)

Saqueeb:


যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ফ্লাইওভার রয়েছে। এর মধ্যে ফ্লোরিডা ও ডালাসের ফ্লাইওভার দুটি বিশেষভাবে আলোচিত। দুটি ফ্লাইওভারই আধুনিক স্থাপত্যবিদ্যার অনন্য নিদর্শন হয়ে রয়েছে। টেক্সাসের ডালাসে নির্মিত 'পাঁচতলা ফ্লাইওভার' খ্যাত উড়াল সেতুটি যে কোনো মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। রাস্তার ওপর দিয়ে একে-বেঁকে গেছে একাধিক উড়াল সেতু। ২৬১ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রজেক্ট শেষ হওয়ার পর মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে আধুনিক স্থাপত্যবিদ্যার নান্দনিক এক স্থাপনা। অসাধারণ এক ডিজাইন নিয়ে এটি নির্মাণ করা হয়। পুরো উড়াল সেতুটিকে অনেকে রাস্তার এক শহর বলেও ডেকে থাকেন। ২০০৫ সালের ডিসেম্বরে এটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন এই ফ্লাইওভারের ওপর দিয়ে প্রায় পাঁচ লাখ গাড়ি যাতায়াত করে। ১২তলা উঁচু এই ফ্লাইওভারে মোট ৩৭টি আলাদা আলাদা সেতু রয়েছে।

ayasha.hamid12:
I don't know whether BD could reach at that level or not? may be after 200 years people can think of making such kind of flyover in BD.

Navigation

[0] Message Index

Go to full version