« on: December 04, 2014, 04:55:14 PM »
নলকূপ বসাতে গিয়ে বেরোলো গ্যাসনরসিংদীর মনোহরদী উপজেলায় নলকূপ বসানোর সময় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে গোতাশিয়া ইউনিয়নের পাটেরকান্দা গ্রামের আবদুর রাজ্জাকের জমিতে বসানো পাইপের জায়গা দিয়ে গ্যাস বের হওয়া শুরু হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেচের জন্য গভীর নলকূপ স্থাপনের গত মঙ্গলবার কাজ শুরু করেন আবদুর রাজ্জাক। পাইপ স্থাপনের জন্য কয়েকজন মিস্ত্রি গর্ত করার কাজ শুরু করেন। কিন্তু পাইপ ৪৫ ফুট নিচে গিয়ে আটকে যায়। অনেক চেষ্টা করেও তাঁরা পাইপ নিচে নামাতে পারেননি। পরে দেখেন মাটির নিচে থাকা পাইপ ওপরে উঠে আসছে। পাইপের সঙ্গে কালো রঙের পানিও বের হতে দেখেন তাঁরা। সেখানে নলকূপ বসানোর সিদ্ধান্ত বাতিল করে পাইপ তুলে নেন তাঁরা। এরপর গর্তের মুখ মাটি দিয়ে ঢেকে ফিরে যান।
আজ দুপুরে মিস্ত্রিরা আগের জায়গা থেকে সরে এসে পাশের জমিতে নলকূপ স্থাপনে যান। এ সময় তাঁদের একজন আগের স্থানে গিয়ে গর্তের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে বলে বুঝতে পারেন। সেখানে আগুন ধরানো হলো গ্যাস জ্বলতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে ভিড় জমান। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, মনোহরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস ছামাদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাদির ঘটনাস্থল ঘুরে দেখেন।
মিস্ত্রি মোতালেব মিয়া বলেন, ‘আজ আমি ওই খেতে গিয়ে একটা গন্ধ পাই। পরে দেখি গর্তের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে মনোহরদী তিতাস গ্যাস সাব-স্টেশনের প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক পরীক্ষায় মিথেন গ্যাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি দ্রুত পেট্রোবাংলার কর্মকর্তাদের জানানো হবে। সংশ্লিষ্ট বিভাগ দেখার পর বিস্তারিত বলা যাবে।Source:
http://goo.gl/Mlsqqf

Logged
Md. Neamat Ullah
Administrative Officer
Daffodil International University
Cell: 01811458868, 01675341465
E-mail: neamat@daffodilvarsity.edu.bd
neamat@daffodil.com.bd