যন্ত্রের উন্নতি মানে মানুষের মৃত্যু

Author Topic: যন্ত্রের উন্নতি মানে মানুষের মৃত্যু  (Read 823 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile

বিশ্ববিখ্যাত বিজ্ঞানি স্টিভেন হকিং মনে করেন বুদ্ধিমান যন্ত্র আবিষ্কারের মধ্য দিয়ে মানব জাতির ধ্বংসের পথ খুলে যাবে।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজ্ন্সে (এআই) বা যান্ত্রিক বুদ্ধির যতই অগ্রগতি ঘটবে মানুষের অবসান ততই কাছে এগিয়ে আসবে। মানুষের সাথে যোগাযোগের জন্য তিনি নিজে একটি যন্ত্র ব্যবহার করেন যা এআইয়ের একটি প্রাথমিক যন্ত্র।

স্নায়ুতন্ত্রের এক বিশেষ অসুখ অ্যাট্রোফিক ল্যাটারাল সিরোসিসে আক্রান্ত হয়ে এই তাত্ত্বিক পদার্থবিদের দেহ অসাড়। তিনি কথা বলেন যন্ত্রের মাধ্যমে। অধ্যাপক হকিং বলছেন, এআইয়ের গোড়ার দিকের যেসব আবিষ্কার তা মানুষের বেশ উপকারে লাগছে।

কিন্তু মানুষের বুদ্ধিমত্তার সমকক্ষ বা তার চেয়ে বেশি বুদ্ধিমান যেসব যন্ত্র ভবিষ্যতে আবিষ্কৃত হবে সে সম্পর্কে তাঁর মনে শঙ্কা রয়েছে। মানুষের অগ্রগতির বিবর্তন ধীর। ফলে এরা (যন্ত্রের সঙ্গে) প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারবে না। এবং এক পর্যায়ে পিছিয়ে পড়বে।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.