তামাক ব্যবহারে বছরে মৃত্যু ৫৭ হাজার

Author Topic: তামাক ব্যবহারে বছরে মৃত্যু ৫৭ হাজার  (Read 755 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile
তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষের মৃত্যু৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গু হন বলে তথ্য প্রকাশ করেছে অ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব)।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধন) ২০১৩ এবং আমাদের করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বক্তরা বলেন, ধূমপায়ী ও পরোক্ষ ধূমপানের কারণে উভয়েরই স্ট্রোক, হার্টঅ্যাটাক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, কণ্ঠনালী ও শ্বাসতন্ত্রের রোগ, হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তামাক ব্যবহারজনিত কারণে প্রতিবছর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির প্রায় ৫ হাজার কোটি টাকা।

বক্তরা আরও বলেন, ২০০৫ সালে আইন পাস হওয়ার পর প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তবে তামাকজাত কোম্পানিগুলো কৌশলে তাদের বিজ্ঞাপন দিচ্ছে। এটা আইনের মাধ্যমে বন্ধ করা প্রয়োজন।

আলোচনা সভায় একলাব-এর সহকারী পরিচালক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসরাত চৌধুরী, আমিনুল হাসান, অ্যাডভোকেট সৈয়দ মাহাবুব আলম তাহির, আমিনুল ইসলাম বকুল, প্রফেসর সোহেল রেজা চৌধুরী, অ্যাডভোকেট ফজলু রহমান, নজরুল হক প্রমুখ।

- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/347331.html#sthash.iZverBXq.dpuf
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.