Faculty of Engineering > EEE

একে ভেতরে ২ যন্ত্রের ল্যাপটপ কম্পিউটার

(1/1)

Kazi Taufiqur Rahman:
ডেলের ইন্সপাইরন ৩১৪৮ মডেলের একে ভেতরে ২ যন্ত্রের ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। আল্ট্রাবুক প্রযুক্তির এই ল্যাপটপে আছে ১১.৬ ইঞ্চির টাচস্ক্রিন। এটি ৩৬০ ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড, টেন্ট মোড এবং ট্যাবলেট পিসি মোডে ব্যবহার করা যায়। এতে আছে ১.৭ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম ইত্যাদি।
আরও আছে তারহীন ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। গ্লোবাল ব্র্যান্ডের আনা এই ল্যাপটপের দাম ৫৫ হাজার টাকা।

saikat07:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version