Faculty of Engineering > EEE

ভিডিও থেকেই অডিও

(1/1)

Kazi Taufiqur Rahman:
শিগগিরই আলাদাভাবে আর অডিও ও ভিডিও ধারণের দরকার পড়বে না। শুধু ভিডিওচিত্র থেকেই দূরে বসেও পাওয়া যাবে অডিও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা ভিডিও ফিড থেকে অডিও আলাদা করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন।গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি সহজ অপটিক্যাল পদ্ধতিতে ভিডিও রেকর্ডিং থেকেই অডিও উদ্ধার করা সম্ভব হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক জায়ং ওয়াং দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত পদ্ধতিতে শব্দ তরঙ্গের কম্পনের ওপর ভিত্তি করে ছবি মেলানো হয়। এই পদ্ধতিতে ভবিষ্যতে দূর থেকেই শুধু ভিডিও ধারণ করেই আলোচনার বিষয়বস্তু জেনে নেওয়া যাবে।
অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত এ নিবন্ধ। নিবন্ধে গবেষকেরা লিখেছেন, ভিডিও সংকেত থেকে শব্দ আলাদা করা সম্ভব। শব্দ তরঙ্গ যেহেতু কম্পন তৈরি করে, তাই অ্যালগরিদমের সাহায্য নিয়ে সহজেই ভিডিও থেকে অডিও আলাদা করে ফেলা যায়।

ayasha.hamid12:
Gift of Science...

Kazi Taufiqur Rahman:
 :)

saikat07:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version