Faculty of Engineering > EEE
দেশের উপযোগী ৫০০ অ্যাপ তৈরি করা হবে
(1/1)
Tasnuva Anowar:
শুরু হয়েছে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপ তৈরির কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা ও বাংলাদেশের উপযোগী ৫০০ অ্যাপ্লিকেশন তৈরি করা হবে। শনিবার বিকেলে এই বিষয়ে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।
সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘মোবাইল ফোনের সর্বজনীন আবেদনকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজে লাগাতে আইসিটি বিভাগ জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।’ আইসিটিসচিব শ্যামাপ্রসাদ বেপারীর সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অনেকে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক মোবাইল অ্যাপ তৈরির এই সেমিনারে ৩০০ জন অংশ নেন। ৫০০ মোবাইল অ্যাপের মধ্যে ৩০০টি হবে সরকারের মন্ত্রণালয় ও সংস্থাগুলোর তথ্য ও সেবার ওপর এবং বাকি ২০০ অ্যাপ সৃজনশীল ধারণার ওপর প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া যাবে।
Kazi Taufiqur Rahman:
grerat
abdussatter:
Nice initiative.
Navigation
[0] Message Index
Go to full version