Faculty of Engineering > EEE

বিনা মূল্যে কথা বলার সুবিধা দেবে 'কল প্লাস'

(1/1)

Kazi Taufiqur Rahman:
মোবাইল ফোনের পাশাপাশি ল্যান্ডফোনেও বিনা মূল্যে কথা বলার সুবিধা দেবে অ্যাপ 'কল প্লাস'। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য তৈরি অ্যাপটি অপর প্রান্তের টেলিফোনে ইনস্টল করা না থাকলেও এ সুবিধা পাওয়া যাবে। অ্যাপটি ব্যবহারকারীর 'কলার আইডি'ও প্রদর্শন করবে। ফলে কল করা ব্যক্তির পরিচয় জানা যাবে। যুক্তরাষ্ট্রে মোবাইল ও ল্যান্ডফোন এ সুবিধা পুরোপুরি ব্যবহার করা গেলেও মেক্সিকো, চীন ও ব্রাজিলে শুধু ল্যান্ডফোনেই কথা বলা যাবে ।

অন্যান্য দেশে কল করতে ব্যবহারকারীদের এক দিনের জন্য ৯৯ সেন্ট, দুই দিনের জন্য এক দশমিক ৯৯ সেন্ট এবং এক মাসের জন্য ১৯ দশমিক ৯৯ সেন্ট গুনতে হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

- See more at: http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2014/12/10/161120#sthash.J5Xg3faB.dpuf

saikat07:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version