Faculty of Engineering > EEE

আলোকরশ্মি দিয়ে তথ্য বিনিময় করবে কম্পিউটার

(1/1)

Kazi Taufiqur Rahman:
আলোকরশ্মির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে এমন কম্পিউটার তৈরির খুব কাছাকাছি পৌঁছেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তথ্য স্থানান্তরের কাজে তারের বদলে আলোকরশ্মি ব্যবহার করলে কম্পিউটার বর্তমানের তুলনায় বেশি গতিতে তথ্য বিনিময় করতে পারবে। এ জন্য তাঁরা প্রিজম আকারের একটি ডিভাইস তৈরি করেছেন। ডিভাইসটি আলোকে বিভিন্ন রঙে আলাদা করে সঠিক দিকে পাঠাতে পারে। এর ফলে বিদ্যুতের পরিবর্তে আলোকরশ্মি ব্যবহার করে তথ্য স্থানান্তরে সক্ষম কম্পিউটার নির্মাণ করা সম্ভব।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

- See more at: http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2014/12/10/161121#sthash.rvf4Tn01.dpuf

abdussatter:
 :) :)

tanvir28:
 :D :D

saikat07:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version