Faculties and Departments > Life Science
স্থূলতায় আয়ু কমে ৮ বছর
(1/1)
rumman:
স্থূলতার কারণে শরীরে নানা রোগ বাসা বাঁধে। এতে আগাম মৃত্যু ঘটতে পারে। কিন্তু ঠিক কতটা আয়ু কমতে পারে তা কি নিশ্চিত করে কেউ বলতে পারেন? কানাডার এক দল গবেষক দাবি করেছেন, স্থূলতা জীবন থেকে আটটি বছর কেড়ে নেয়। তরুণ বয়সে স্থূলতা স্বাস্থ্যের জন্য আরো বেশি ক্ষতিকর।
সাম্প্রতিক এক গবেষণা শেষে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদল বলছে, হৃদরোগ এবং টাইপ-টু ডায়াবেটিস শারীরিক অক্ষমতা ও মৃত্যুর বড় কারণগুলোর অন্যতম। যদিও সবাই জানে, স্থূলতা থেকে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হয়। এর পরও মানুষ প্রতিনিয়তই ক্রমাগত মুটিয়ে যাওয়াকে হেলাফেলা করে।
কম্পিউটার মডেল ব্যবহার করে করা এ গবেষণায় দেখা যায়, ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তি, যাঁরা সুস্বাস্থ্যের অধিকারী, তাঁরা একই বয়সী স্থূলকায় ব্যক্তিদের তুলনায় বেশি দিন বাঁচেন। পুরুষরা বাঁচেন প্রায় সাড়ে আট বছর বেশি এবং নারীরা ছয় বছরেরও বেশি সময় বেঁচে থাকেন। এ ছাড়া স্থূলকায় ব্যক্তিরা গড়ে প্রায় ১৯ বছর অসুস্থ অবস্থায় জীবন যাপন করেন।
৪০ থেকে ৫০ বছর বয়সে যাঁরা অতিরিক্ত মোটা হন তাঁদের ক্ষেত্রে পুরুষরা প্রায় সাড়ে তিন বছর এবং নারীরা প্রায় সাড়ে পাঁচ বছর কম বাঁচেন।
এ ছাড়া ষাট বছর ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা স্থূলতার কারণে জীবন থেকে এক বছর করে হারিয়ে ফেলেন এবং সাত বছর রুগ্ণ জীবন যাপন করেন।
গবেষক অধ্যাপক স্টিভেন গ্রোভার বলেন, 'বিষয়টি খুবই পরিষ্কার। যত কম বয়সে যত বেশি ওজন বাড়বে তা স্বাস্থ্যের ওপর তত নেতিবাচক প্রভাব ফেলবে।' সূত্র : ডেইলি মেইল।
Kazi Taufiqur Rahman:
thanks for sharing. :)
ummekulsum:
good post to share...
ayasha.hamid12:
Interesting.... :)
shimo:
Thanks to share with us
Navigation
[0] Message Index
Go to full version