আসুন আজ জেনে নেই লবঙ্গের গুণাগুণ

Author Topic: আসুন আজ জেনে নেই লবঙ্গের গুণাগুণ  (Read 1204 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
আসুন আজ জেনে নেই লবঙ্গের গুণাগুণ:

•    রুচি ও খিদে বাড়ায়
•    কফ ও কাশি দূর করে
•    কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে
•    শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে
•    গলার সংক্রমণরোধক হিসেবে কাজ করে
•    যৌন রোগে আক্রান্ত মানুষের জন্য খুবই উপকারি
•    দাতের ব্যাথা সারাতে দারুণ কার্যকর
•    বমিভাব কমায়
•    পায়োরিয়ার ক্ষেত্রে উপকারি
•    ক্রিয়েটিভিটি এবং সেন্টাল ফোকাস বাড়ায়
•    লবঙ্গ তেলের রয়েছে ব্যকটেরিয়া ধ্বংসের ক্ষমতা
•    লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়
•    এটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কম করে
•    চন্দনের গুঁড়োর সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে যায়।

শীতে ছেলে বুড়ো সবাই অসুস্থ বোধ করছে। লবঙ্গ চা হতে পারে ঠাণ্ডা থেকে মুক্তির অন্যতম পানীয়। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/346789.html#sthash.sLrm2tzI.dpuf
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd