শুক্র শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ১২ ডিসেম্বর স্কুল পর্যায়ের সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (কোড নং৩০১-৩২৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত (কোড নং ৪০১-৪৩০) কলেজ পর্যায়ের পরীক্ষা নেয়া হবে।একটানা মোট চার ঘন্টার পরীক্ষার মধ্যে প্রথম এক ঘন্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে নেয়া হবে। পরবর্তী তিনঘন্টা ঐচ্ছিক বিষয় লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবার স্কুল পর্যায়ে দুই লাখ ৯০ হাজার ৮৯ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন অংশ নেবেন। ইতোমধ্যে বৈধ প্রার্থীদের অনলাইনে প্রবেশপত্র পাঠানো হয়েছে বলে এনটিআরসি জানিয়েছে।
- See more at:
http://www.jugantor.com/current-news/2014/12/10/187595#sthash.BqA6T93m.scx4Yv5X.dpuf