Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management
বরফে ঠাণ্ডা হবে কার্বন!
(1/1)
rumman:
পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে যুদ্ধটা চালানো যাবে। সেই সঙ্গে বোঝা যাবে মাটির নিচের কাজকারবার। এ দুটি কাজে হাতিয়ার হিসেবে লাগানো হবে আমাদের অতি পরিচিত বরফকে। তবে সেটা সাধারণ কোনো বরফ নয়।
জার্মানির ইউনিভার্সিটি অব গটিনজেন্ট এবং ফ্রান্সের ইনস্টিটিউট লো ল্যানজেভিনের বিজ্ঞানীরা জানান, সাগরের তলদেশে মিথেনসমৃদ্ধ এক ধরনের বরফ যৌগ রয়েছে। এর নাম ক্যালথ্রেট। এটি এক ধরনের সূক্ষ্ম ও ভঙ্গুর বরফের জাল। এতে আটকানো সম্ভব মিথেন থেকে শুরু করে কার্বন ডাই-অক্সাইড পর্যন্ত কার্বনজাত যেকোনো গ্যাসীয় পদার্থ। মিথেনসমৃদ্ধ ওই ক্যালথ্রেট থেকে মিথেন সরিয়ে নিয়ে বিজ্ঞানীরা যে যৌগটি পেয়েছেন, সেটিকে তাঁরা বলছেন বরফের জাল। বিজ্ঞানীদের মতে, ক্যালথ্রেট থেকে মিথেন সরিয়ে সেখানে কার্বন ডাই-অক্সাইড আটকানোর ব্যবস্থা করা সম্ভব। ক্যালথ্রেট থেকে বের করে নেওয়া মিথেন গ্যাস সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে ছড়িয়ে দেওয়া এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড সরিয়ে নিয়ে ওই বরফের জালে আবদ্ধ করাটাই হলো বিজ্ঞানীদের পরিকল্পনা। বর্তমানে তাত্ত্বিক পর্যায়ে থাকা এ প্রকল্প নিয়ে বিজ্ঞানীরা আশাবাদী। কেননা এতে একদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড কমানো যাবে। অন্যদিকে সাগরের তলদেশে মজুদ তেল-গ্যাসের অনুসন্ধানও চালানো যাবে, যা দিয়ে মেটানো সম্ভব হতে পারে পৃথিবীবাসীর চাহিদা। সূত্র : ডেইলি মেইল।
Source://www.kalerkantho.com/print-edition/last-page/2014/12/13/162413
shimo:
Nice post
asitrony:
Awesome!!!
silmi:
Thanks for sharing.. Very informative
Kazi Taufiqur Rahman:
Nice post. Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version