চীনে কয়লার বদলে ব্যাংকনোট পুড়িয়ে বিদ্যুৎ
বিদ্যুৎ কেন্দ্র জ্বালানী হিসাবে কয়লার বদলে কোন সময় ব্যাংকনোটের কথা শুনেছেন মনে হয় না। এমনই ঘটনা ঘটলো চীনের হেনান প্রদেশের লুইয়াং এক শহরে। সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানী হিসাবে কয়লার বদলে বাতিল, এবং ছেঁড়াফাটা অচল ব্যাংকনোট ব্যবহার করছে।
এক টন ব্যাংক নোট দিয়ে ঐ কেন্দ্রটি ৬০০ কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করছে।
কর্তৃপক্ষ বলছে, কয়লার চেয়ে ব্যাংকনোট পরিবেশের ক্ষতি কম করে।
চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীনা কেন্দ্রীয় ব্যাংক, পিপলস্ ব্যাংক অব চায়না, জ্বালানী হিসাবে ব্যাংকনোট পোড়ানোর এই অনুমতি দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি বলছে হেনানে এখন যে পরিমাণ অচল এবং বাতিল ব্যাংক নোট পাওয়া যায় তা দিয়ে বছরে ১৩ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই বিদ্যুতের জন্য চার হাজার টন কয়লার প্রয়োজন হতো।
চীনে সাধারণত অচল এবং বাতিল ব্যাংকনোট দিয়ে বিভিন্ন ধরণের কাগজ উৎপাদন করা হয়। এই প্রথম তা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
টন টন টাকা পোড়ানোর অভিনব এই ঘটনা নিয়ে চীনের সামাজিক মাধ্যমগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে। ওয়েবো নামক একটি সামাজিক মাধ্যম সাইটে একজন প্রশ্ন করেছেন, "টাকা পোড়ানো হচ্ছে? লুইয়াং এত ধনী একটি শহর?"
আরেকজন মজা করে লিখেছেন, "না পুড়িয়ে আমাকে যদি ঐ ব্যাংকনোটের অল্প কিছু অংশও দেওয়া হয়, আমি একবছর বিদ্যুৎ ছাড়াই অন্ধকারে থাকতে রাজী।"
আর অন্য আরেকজন ঐ বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী হতে চেয়েছেন। "কথা দিচ্ছি আমি টাকা সরাবো না।"
তথ্যসূত্র: বিবিসি বাংলা
- See more at:
http://www.priyo.com/2014/12/15/123437.html#sthash.phj6ed8b.dpuf