মালয়েশিয়ায় লিডারশিপ প্রশিক্ষণ ও পিএইচডির সুযোগ

Author Topic: মালয়েশিয়ায় লিডারশিপ প্রশিক্ষণ ও পিএইচডির সুযোগ  (Read 1069 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
মালয়েশিয়ায় লিডারশিপ প্রশিক্ষণ ও পিএইচডির সুযোগ




নিউজ ডেস্ক
আরটিএনএন
মালয়েশিয়া: মালয়েশিয়ার এই মসট (AIMST) ইউনিভার্সিটিতে লিডারশিপ প্রশিক্ষণ ও পিএইচডি করার চমৎকার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই মসট ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান। শ্যামল ছায়াময় মায়াঘেরা এক পরিবেশে পেনাংয়ের কোল ঘেঁষে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

ক্যাম্পাসের দিকে তাকালে মনে হয়, যেন শিল্পীর নিজ হাতে আঁকা কোনো ছবি। উঁচুমানের শিক্ষা, নয়নাভিরাম পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্ক এই বিশ্ববিদ্যালয়কে দ্রুত জনপ্রিয় করেছে।


সড়ক পথ ও আকাশ পথে এই মসট ইউনিভার্সিটিতে যাতায়াত খুবই সহজ। এখানে বিজনেস, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলসহ বিভিন্ন কোর্সে বিশ্বের বহু দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

এই বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ান সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০০১ সালে ছাড়পত্র লাভ করে সফলভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আগামী ১৪-১৬ নভেম্বর ২০১৪ এখানে ‘HR Leadership in 21st Century’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক মানের হিউম্যান রিসোর্স ম্যানেজার হওয়ার জন্যে বিশেষ গুণাবলীর প্রয়োজন হয়। এই প্রশিক্ষণ, অংশগ্রহণকারীদের সেই সকল গুণাবলী অর্জনে সাহায্য করবে।

প্রশিক্ষণের প্রধান বিষয়াবলী হচ্ছে-  ১. Global HR Trends and Leadership ২. The Role of Leadership in the 21st Century ৩. Strategic HR Leadership ৪. Organisational Excellence through HR Leadership.

বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের জন্য মোট খরচ ৭০ হাজার টাকা (বিমানভাড়া, কোর্স ফি এবং ক্যাম্পাসে থাকার ব্যবস্থাসহ)। এই মসট ইউনিভার্সিটির নয়নাভিরাম ক্যাম্পাস একবিংশ শতাব্দীর উপযোগী লিডারশিপ প্রশিক্ষণের এক উপযোগী প্রতিষ্ঠান।

‘পিএইচডি ইন ম্যানেজমেন্ট’ এই মসট ইউনিভার্সিটির আরেকটি আকর্ষণীয় প্রোগ্রাম। বিশেষ করে যারা গবেষণা কর্মে আগ্রহী, তাদের জন্যে এই পিএইচডি প্রোগ্রামটি অত্যন্ত উপযোগী। তিন বছরের এই পিএইচডি প্রোগ্রামে প্রতি বছর কমপক্ষে এক সপ্তাহ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তাছাড়া, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে গবেষকরা বাংলাদেশে বসেই এই মসট ইউনিভার্সিটির লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা যেকোনো পেশাজীবী এই পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারেন, যার সর্বমোট খরচ প্রায় আট লাখ টাকা এবং তিন বছরে পরিশোধযোগ্য। তবে ভর্তির সময় প্রায় দুই লাখ টাকা দিতে হবে।

HR লিডারশিপ প্রশিক্ষণের জন্য ২৫ সেপ্টেম্বরের মধ্যে registration করতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্যে ১০ অক্টোবরের মধ্যে bio-data পাঠাতে হবে।

যোগাযোগ: শফিকুর  রহমান, ই-মেইল: aimst.training@gmail.com, ফোন: +61430-472096. অথবা: ইমরুল করিম, ফোন: 0172-0044936

Offline jabedmorshed

  • Full Member
  • ***
  • Posts: 137
  • Test
    • View Profile
Jabed Morshed
Lecturer,
Department of Computer Science and Engineering