Educational > Grammar

Tense কাকে বলে ? Tense এর সংজ্ঞা । Tense কত প্রকার । কি কি ।

(1/1)

Sultan Mahmud Sujon:
ইংরেজি ভাষা শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয় Tense । যাকে বাংলায় ক্রিয়ার কাল বলে । ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বা ক্রিয়ার কাল বলে । অর্থাৎ কোন কাজ কখন সম্পন্ন হয়,হচ্ছে, হয়েছিল বা হবে তাকে Tense বলে ।

Tense=ক্রিয়ার কাল বা সময় ।

Play = “খেলা করা” ক্রিয়াপদ দ্বারা Tense -এর বিভিন্ন সময় দেখানো হল ঃ

Present Tense

    Present Indefinite Tense : সে খেলে -He Plays.
    Present Continuous Tense : সে খেলছে – He is Playing.
    Present Perfect Tense : সে খেলেছে – He has Played .
    Present Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলছে – He has been playing for one hour.

Past Tense

    Past Indefinite Tense : সে খেলেছিল-He Played.
    Past Continuous Tense : সে খেলছিল-He was Playing.
    Past Perfect Tense : সে আগে খেলেছিল- He had Played.
    Past Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলেছিল- He had been Playing for one hour.

Future Tense

    Future Indefinite Tense : সে খেলবে – He will Play.
    Future Continuous Tense : সে খেলতে থাকবে – He will be Playing.
    Future Perfect Tense : সে আগে খেলবে – He will have Played.
    Future Perfect Continuous Tense : সে এক ঘণ্টা ধরে খেলতে থাকবে – He will have been playing for one hour.

উক্ত ১২টি বাক্য খেলা ক্রিয়াপদের ১২টি সময় বোঝাচ্ছে । এটাই Tense  । বেশিরভাগ বাক্য এই ১২টির মধ্যে পড়ে ।

Collected

Shah Alam Kabir Pramanik:
Fine

Tofazzal.ns:
very important part of grammar. thanks.....

omarsharif:
All we need to review it. thanks.

Navigation

[0] Message Index

Go to full version