IT Help Desk > Internet

২০১৪’র জনপ্রিয় অ্যাপ

(1/1)

imam.hasan:
 ২০১৪ সাল শেষান্তে, বছরটিতে প্রযুক্তিপ্রেমীরা কোন অ্যাপটি বা কোনগুলো বেশি ব্যবহার করেছেন তা ‍জানার আগ্রহ রয়েছে অনেকের। প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের এ জায়গাটি প্রতিবছর পূরণ করে আসছে নিউইয়র্ক ভিত্তিক ইনফরমেশন ও মেজারমেন্ট প্রতিষ্ঠান নিয়েলসেন।

সবচেয়ে বেশি ব্যবহারকারীর ভিত্তিতে সম্প্রতি শীর্ষ ১০ অ্যাপের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


১১ কোটির বেশি ইউনিক ব্যবহারকারীর মাধ্যমে সবার শীর্ষে উঠে এসেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের অ্যাপটি। গত বছরের একই সময়ের তুলনায় ২০১৪

Navigation

[0] Message Index

Go to full version