IT Help Desk > News and Product Information
নতুন বছরে স্যামসাংয়ের ‘সবচেয়ে সুন্দর’ মেটাল ফোন
(1/1)
Karim Sarker(Sohel):
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং এতদিন প্লাস্টিক বডির ফোন বিক্রি করেই ব্যাপক বাজার পেয়েছে। স্যামসাংয়ের মেটাল বডির ফোন আছে হাতে গোনা কয়েকটা। তবে এবার তারা অ্যাপলের অনুকরণে আরো মেটাল বডির ফোন বাজারে ছাড়তে উৎসাহী হয়েছে। আর স্মার্টফোনটি স্যামসাংয়ের সবচেয়ে সুন্দর ফোন হতে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের আরেকটি ফোন এই জানুয়ারিতে বাজারে আসার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। স্যামসাংয়ের এ সিরিজের ফোনটি বাজারে আসার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে জানুয়ারি ১৪ বলে জানিয়েছে কোরিয়ান ব্লগ রুলিওয়েব।
স্মার্টফোনটি ‘গ্যালাক্সি এ৭’ হবে বলে জানিয়েছে সূত্র। এটি স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে বলে জানা গেছে। গ্যালাক্সি এ৫ ও গ্যালাক্সি এ৩ মডেলের মতোই এর কিনারগুলো হবে ‘ব্রাশড মেটাল’।
স্মার্টফোনটি বিষয়ে স্যামসাং এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু চীন থেকে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে স্মার্টফোনটির ফিচারগুলো প্রকাশিত হয়েছে।
নানা তথ্যের ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের সবচেয়ে সুন্দর ফোন হতে যাচ্ছে এ৭ স্মার্টফোনটি। এটি মাত্র ৬.৩ মিলিমিটার পুরু, যা আইফোন সিক্স ও স্যামসাংয়ের অন্য ফোনগুলোর চেয়েও পাতলা।জানা গেছে, স্মার্টফোনটিতে থাকছে ৫.২ বা ৫.৫ ইঞ্চি ১০৮০ পি স্ক্রিন। আইফোন ৬প্লাসের স্ক্রিন ৫.৫ ইঞ্চি।
Navigation
[0] Message Index
Go to full version