IT Help Desk > News and Product Information

স্মার্টপেন পেটেন্ট করালো অ্যাপল

(1/1)

Karim Sarker(Sohel):
আইপ্যাডে হাতের লেখার ডিজিটাল কপি তৈরি করতে পারবে এমন স্মার্টপেন পেটেন্ট করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস অ্যাপলের এই ‘কমিউনিকেটিং স্টাইলাস’ পেটেন্টে অনুমোদন দেয়। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, পেটেন্ট প্রাপ্ত অ্যাপলের এই স্মার্টপেন কাগজ ও হোয়াইটবোর্ড সহ যেকোনো পৃষ্ঠ থেকে হাতে লেখা নোট বা আঁকা ছবির ডিজিটাল কপি তৈরি করতে সক্ষম।

পেটেন্টের তথ্য অনুসারে, স্টাইলাস দিয়ে লেখা নোট অ্যাকসেলেরোমিটার সেন্সর, ডিভাইস স্টোরেজ এবং ওয়্যারলেস ট্রান্সমিশনের সহায়তায় ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শিত হবে। ভিন্ন ভিন্ন ‘টিপ’ ব্যবহারের সুযোগ থাকায়, ব্যবহারকারীরা পেন্সিল, কলম বা মার্কারের কালিতে নিজ লেখা লিখতে পারবেন। এ ছাড়াও এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে থ্রিডি মোশন সেন্সরের সাহায্যে এটি যেকোনো পৃষ্ঠের লেখাকে ডিজিটাল রূপ দিতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবহারকারী টেবিলে কিংবা বাতাসে হাত নাড়িয়ে যা লিখবেন তার একটি ডিজিটাল কপি আইপ্যাডে চলে আসবে। ম্যাশএবলের তথ্য মোতাবেক, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত এমন অনেক পেটেন্ট নথিভুক্ত করে ও প্রযুক্তি উন্নত করে, যেগুলো কখনো বাজারে ছাড়া হয় না। আর তাই অ্যাপলের এই স্মার্টপেন আদৌ বাজারে আসবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Navigation

[0] Message Index

Go to full version