Bangladesh > Heritage/Culture
বৈপরীত্য
			cmkhasan:
			
			বৈপরীত্য
চ ম ক হাসান
নিভিয়ে ফেলব বলেই কি আমরা দীপ জ্বালি না?
আর প্রত্যেকটি শুরুর পিঠে আশার নাম বসিয়ে দেই না সমাপ্তির
আমাদের বৈপরীত্য-
আমাদের মিলনে
আমাদের সৃজনে
শ্রেষ্ঠত্বের আসনে আলো  কে বসিয়ে-
অবসর যাপন করি আঁধারে
আর প্রত্যেকটি সমাধীক্ষেত্র দেখে
অলৌকিক দেখে নেই নিজের।
আমাদের অস্তিত্ব আমাদের দু:খে
সুখগুলো কেবলই কাল্পনিক, আর
দ্রুতগামী কোন কামুক পাখির ডানায় ভর করে
চলে যায় স্বদেশে, এ যেন মহান প্রত্যাবর্তণ।
স্বল্প দৈর্ঘ্য অস্তিত্ব পিচ্ছিল পথে
স্বল্পকেই মান্য করে সুদীর্ঘ।
		
			Md. Limon Hossain:
			
			
চ ম ক হাসান:
It’s great……….!!!!!!!! We want more and more……… Because we love poem.
		
			Mostakima Yesmin:
			
			Shundor!!!!
		
			jafar_bre:
			
			I like poem so much ......ok gay  
		
			ipori:
			
			সত্য আমােদর সার্থকতা আসলেই আমাদের কষ্টে...... সুখের ব্যপ্তি কেবলি কল্পনায় সীমাবদ্ধ। 
chomok vaia valo likhechen...... aro likhun....
		
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version