IT Help Desk > ICT

চীনে জিমেইল সেবা বন্ধ

(1/1)

Monir Hossan:
চীনে বিশ্বের সবচেয়ে বড় ইমেইল সার্ভিস জিমেইল ব্লক করা হয়েছে। চীন ভিত্তিক ফ্রিডম অফ স্পীচ অ্যাডভোকেসি গ্রুপ গ্রেটফায়ার.ওআরজি অনুযায়ী, গত শুক্রবার থেকে বিশাল সংখ্যক জিমেইল ওয়েব অ্যাড্রেস বন্ধ রয়েছে।

গুগলের নিজস্ব ট্রান্সপারেন্সি রিপোর্টে যেখানে গুগল সেবার রিয়েল টাইম ট্র্যাফিক দেখা যায় সেখানে চীনের জিমেইল ট্র্যাফিক খুব তীক্ষ্ণভাবে পতিত হতে দেখা যায়। এবছরের জুন মাস থেকে চীনে গুগলের বেশিরভাগ সেবা চরমভাবে বিঘ্নিত হতে দেখা গিয়েছে তবে শুধু জিমেইল সেবাটিতে গত সপ্তাহ পর্যন্ত ব্যবহারকারীরা এক্সেস করতে পেরেছিলো।

অনেকেই ধারণা করছে সরকার পুনরায় চীনে গুগলের সেবা বন্ধ করতে যাচ্ছে। জিমেইল ব্যবহারকারীরা যদি চীনের ক্লায়েন্টদের কাছে পৌঁছতে না পারে তাহলে চীনের বাহিরের ব্যবহারকারীরা জিমেইল বাদ দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ এবং ২০১০ সালে চীন গুগল সার্ভিস বন্ধ করে দিয়েছিলো।

Navigation

[0] Message Index

Go to full version