Science & Information Technology > Internet Technology
সারা বিশ্বে গুগলের চমৎকার কয়েকটি ক্যাম্পাস
(1/1)
Karim Sarker(Sohel):
অন্যান্য কোম্পানির মতো গুগল প্রচলিত কায়দায় তাদের অফিস নির্মাণ করেনা। গুগলের অফিসগুলোর অনন্য নকশা অন্যান্য কোম্পানি হতে নিজেদের সম্পূর্ণ আলাদা করে রাখে।
চলুন দেখা যাক সারা বিশ্বে গুগলের চমৎকার কয়েকটি ক্যাম্পাসের ছবিঃ
1. জুরিখ অফিসের ব্রিফিং রুমটি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মত ডিজাইন করা হয়।
2. একটি শান্ত জায়গায় কাজ করা প্রয়োজন? গুগলের জুরিখ অফিসের এই অনন্য ডিম্বাকৃতির ঘড়গুলো অবশ্য এই জন্যে বেস্ট।
3. কালো লাইট এবং টার্ন ট্যাবলেটসঃ এটি গুগলের টরন্টো অফিসে সঙ্গীত রুম।
4. প্রযুক্তি এলএ(LA) অফিসের মিটিং রুমে অনুমোদিত না হলেও শিথিল ও মনোরম একটি পরিবেশের মাঝে আরামদায়ক চেয়ার রয়েছে রিলাক্সে মিটিং করার জন্য।
5. লস এঞ্জেলেসের ভেনিস বিচ এর কাছাকাছি গুগলের ক্যাম্পাসের প্রবেশ গেইটটি দেখতে অনেকটা বাইনোকুলারের মত।
Sahadat:
It's amazing.
arefin:
Really cool. Thank for sharing.
Navigation
[0] Message Index
Go to full version