Health Tips > Skin
আপেলের মাস্ক ও কিছু উপকারিতা
(1/1)
Karim Sarker(Sohel):
আপেলের এই মাস্কটি সব ধরনের স্কিনের জন্য অনেক ভালো হয়।
প্রথমে অর্ধেক গ্রীণ আপেল কেটে নিন। এবার এর সাথে ১ চামুচ মধু,
১ টি ডিমের কুসুম ও ২ ফোটা অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ড করুন যতক্ষন পর্যন্ত না
এটি ফোমি হয়ে যায়। এবার এটি চোখের চারপাশ বাদে সম্পুর্ন মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। আরপর কুসুম গরম পানিতে ঘষে ঘষে তুলে ফেলুন।
এতে মাত্র কয়েক দিনেই আপনার মুখের সজীবতা ফিরে আসবে।
- See more at: http://chandpurtimes.com/?p=1679#sthash.6GVFnzUB.dpuf
Navigation
[0] Message Index
Go to full version