Science & Information Technology > Geography

লেবাননে বিশালাকৃতির

(1/1)

Karim Sarker(Sohel):
লেবাননের পাথর কোয়ারিতে এবার জার্মান প্রত্নতত্ত্ববিদেরা খুঁজে পেয়েছেন বিশাল এক পাথর খণ্ড।

প্রাচীন একটি পাথর কোয়ারিতে গবেষণা চালাতে গিয়ে এটির সন্ধান পেয়েছেন তারা।

দানবাকৃতির এই পাথরটি প্রায় ২ হাজার ৫০ বছরের পুরনো। এটির দৈর্ঘ্য ৬৪ ফুট আর প্রস্থে প্রায় ২০ ফুট ।

যদিও পাথরটির বেশিরভাগই এখনো মাটির নিচে তবে গবেষকেরা ধারণা করছেন যে এটির উচ্চতা ১৮ ফুট আর ওজন হতে পারে প্রায় ১ হাজার ৬৫০ টন।

প্রাচীনত্বের দিক থেকে এটাকে এখন পর্যন্ত সবচাইতে বড় পাথরখণ্ড হিসেবে স্বীকৃতি দয়ো হয়েছে। খবর আর্কিওলজি নিউজ নেটওয়ার্কের।

লেবাননে অবস্থিত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ‘বালবেক’-এর পাথরের খনিতে এই পাথর খুঁজে পেয়েছেন জার্মান প্রত্নতত্ত্ববিদেরা। ‘হাজ্জার-আল-হিবরা’ বা ‘Stone of the Pregnant Woman’ (বাংলায় যার অর্থ হচ্ছে ‘গর্ভবতী মহিলার পাথর’) নামক পাথরখণ্ডের পাশেই পাওয়া গেছে নতুন এই পাথরটি। হাজ্জার-আল-হিবরা দেখতে নতুনটির মতই তবে আয়তনে বেশ ছোট।

প্রত্নতত্ত্ববিদদের ধারণা হাজ্জার-আল-হিবরা ইচ্ছা করেই পাথর কোয়ারিতে ফেলে যাওয়া হয়েছিলো। কেননা পাথরটির একপাশ ক্ষয়ে যাওয়ায় এটির মান খারাপ হয়ে গিয়েছিল। আবিষ্কৃত নতুন পাথরটির ভাগ্যেও একই ঘটনা ঘটেছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছে গবেষকেরা।

প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন, একটি রোমান মন্দির তৈরি করার সময় এ পাথরগুলো কাটা হয়েছিলো ।

Collected

Navigation

[0] Message Index

Go to full version