মোবাইল থেকেই গাড়ির ইঞ্জিন চালু ও বন্ধ করা, গাড়ির দরজা ও ট্রাঙ্ক লক করা যাবে এমন একটি অ্যাপ তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফার্সটেক। এই ‘ড্রোন মোবাইল’ অ্যাপ কার্যকরভাবে ব্যবহারের জন্য লাগবে ড্রোন মোবাইল রিমোট স্টার্ট মডিউল, টেলিমেটিকস ডিভাইস ও জিপিএস ইউনিট।
Print Friendly and PDF
0
0
0
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের জানিয়েছে, রোববার আনুষ্ঠানিকভাবে অ্যাপটি প্রদর্শন করে ফার্সটেক। আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের স্মার্টফোনগুলোতে ব্যাবহার করা যাবে এই অ্যাপ। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা গেলেও এর সেবা পেতে বছরে ৫০ ডলার গুনতে হবে ব্যবহারকারীকে। আর প্রিমিয়াম ভার্সনটির মূল্য ১২০ ডলার, যার প্রথম ৩ মাস ব্যবহার করা যাবে বিনা খরচে।
ড্রোন মোবাইল রিমোট স্টার্ট মডিউল, টেলেমেটিকস ডিভাইস এবং জিপিএস ইউনিটের দাম ৫৫০ ডলার। ডিভাইসগুলো গাড়ির কম্পিউটারের সঙ্গে যুক্ত করার পর স্মার্টফোনে অ্যাপটি চালু করে শুধু ‘সোয়াইপ’ করেই গাড়ি বন্ধ ও চালু করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রিমিয়াম ভার্সনে বাড়তি সুবিধা হিসেবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে বলে জানিয়েছেন ড্রোন মোবাইলের প্রজেক্ট ম্যানেজার ব্রায়ান পার্ক। একসঙ্গে একাধিক গাড়ি ট্র্যাক করা যাবে অ্যাপটির সাহায্যে। সাহায্যের আবেদন জানানোর জন্য আছে “প্যানিক মোড”, গাড়ি চুরি হতে যাচ্ছে এমন সন্দেহ হলে প্যানিক মোড চালু করলেই বাজবে অ্যালার্ম।
পার্কের মতে পুরনো মডেলের গাড়িগুলোর সঙ্গেও ব্যবহার করা এই অ্যাপ ও সংশ্লিষ্ট ডিভাইস।
Collected