Health Tips > Reduce Fat /Weight Loss
চেয়ার কমাবে ক্যালরি!
(1/1)
Karim Sarker(Sohel):
শুধু চেয়ারে বসে থেকেই পোড়ানো যাবে দেহের বাড়তি ক্যালরি! আর একাজের জন্য টাও-ওয়েলনেস তৈরি করেছে অভিনব ‘টাও চেয়ার’। অভিনব চেয়ারকে আখ্যা দেওয়া হচ্ছে ঘরের ‘অদৃশ্য জিম’ হিসেবে।
Print Friendly and PDF
0
0
12
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে (সিইএস) চেয়ারটি প্রদর্শন করবে নির্মাতা প্রতিষ্ঠান টাও-ওয়েলনেস।
টাও চেয়ার দেখতে অন্যান্য সাধারণ চেয়ারের মতো হলেও ব্যবহারকারীকে এটি আইসোমেট্রিক্স ধারার ব্যায়াম করতে সাহায্য করে বলে জানিয়েছে ম্যাশএবল। ব্যবহারকারী নিজ দৈহিক গঠন উন্নত করা থেকে শুরু করে ক্যালরি ও মানসিক চাপ কমানো এবং পেশীর শক্তিবৃদ্ধির জন্য টাও চেয়ার ব্যবহার করতে পারবেন।
বিশেষ এ চেয়ারটির প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান টাও-ওয়েলনেসের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা ফিলিপ নর্থরাপ জানিয়েছেন, ইচ্ছা থাকা স্বত্ত্বেও সময়ের অভাবে মানুষ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন না। দিনভর কাজের শেষে পরিবারের সঙ্গে টিভি দেখে সময় কাটাতেই মানুষের ভালো লাগে। সে সময়টিতে চাইলেই চেয়ারটির সহায়তায় বিশ্রামের পাশাপাশি ক্যালরি কমানো, পেশীর শক্তিবৃদ্ধি ও হৃৎপিণ্ডকে সুস্থ্য রাখা যাবে।
টাও চেয়ারটি টাও অ্যাপের সঙ্গে সিঙ্ক করা বলেই জানিয়েছে ম্যাশএবল। ফলে ব্যবহারকারী চাইলে অ্যাপের মাধ্যমে ব্যায়ামের প্রশিক্ষণ নিতে পারবেন এবং গেইমে সংযুক্ত হয়ে বিশেষ এ ব্যায়ামের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে পারবেন।
Collected
Navigation
[0] Message Index
Go to full version