Educational > You need to know

২০১৫ 'লিপ সেকেন্ড'

(1/1)

rumman:
পৃথিবীবাসীকে এ বছর গুনতে হবে একটি বাড়তি সেকেন্ড। বিজ্ঞানীরা এই সেকেন্ডটির নাম দিয়েছেন 'লিপ সেকেন্ড'। এর ফলে এ বছর পৃথিবীবাসী পাচ্ছে মোট তিন কোটি ১৫ লাখ ৩৬ হাজার এক সেকেন্ড। তবে বাড়তি সেকেন্ড গণনায় আনার ফলে ইন্টারনেটে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আগামী ৩০ জুন ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ডের মাথায় যোগ করা হবে বাড়তি এক সেকেন্ড। ফলে সেদিন ৮৬ হাজার ৪০০ সেকেন্ডের পরিবর্তে গণনা করা হবে ৮৬ হাজার ৪০১ সেকেন্ড। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানান, পৃথিবীর ঘূর্ণন গতি ক্রমেই কমছে। তাতে প্রতিদিন প্রতি দুই হাজার সেকেন্ডে এক সেকেন্ড করে সময়ের গরমিল হচ্ছে। সময়ের এই ঘাটতি পূরণ করে পারমাণবিক সময়ের হিসাব ঠিক রাখতে হলে নিয়ম করে বাড়তি একেকটি সেকেন্ড যোগ করা দরকার। তা না হলে ২১০০ সাল নাগাদ আমাদের দুই-তিন মিনিটের ঘাটতির মধ্যে পড়তে হবে। ২৭০০ সাল নাগাদ তা দাঁড়াবে আধা ঘণ্টায়। এমনটা যেন না ঘটে সে জন্যই ১৯৭২ সাল থেকে 'লিপ সেকেন্ড' ব্যবস্থা চালু করা হয়েছে। এর পরবর্তী ৪২ বছরে ২৫ বার যোগ করা হয়েছে লিপ সেকেন্ড। ৩০ জুন বা ৩১ ডিসেম্বর যোগ করা হয় বাড়তি একটি সেকেন্ড। সেই ধারায় ২০১৫ সালের ৩০ জুন যোগ হতে যাচ্ছে একটি বাড়তি সেকেন্ড। প্যারিস অবজারভেটরি ও ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিস যৌথভাবে বাড়তি সেকেন্ড যোগ করার সিদ্ধান্তটি ঘোষণা করেছে।
বাড়তি সেকেন্ড যোগ করার ফলে ইন্টারনেট সাইটগুলোতে গরমিল ঠেকাতে কোনো কোনো প্রতিষ্ঠান এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। যেমন- সার্চ ইঞ্জিন গুগল পূর্ববর্তী বছরগুলোতে সেকেন্ডের ভগ্নাংশ যোগ করতে শুরু করেছে। 'লিপ সেকেন্ড'-এর বছরে এসে যাতে হঠাৎ করে এক সেকেন্ড লাফ দিতে না হয়, তাই আগেভাগেই গুগলের এমন সতর্কতামূলক ব্যবস্থা। সূত্র : ডেইলি মেইল।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/01/08/172815#sthash.cyTshnsu.dpuf

Navigation

[0] Message Index

Go to full version