Faculty of Engineering > EEE
চোখের পলকে স্মার্টফোন চার্জ!
(1/1)
Tasnuva Anowar:
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিকস পণ্যের প্রদর্শনী ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)’। প্রায় ১ লাখ ৪০ হাজার স্কয়ার ফুট জায়গাব্যাপী আয়োজিত এ মেলা শেষ হবে আগামীকাল ৯ জানুয়ারি। ইতিমধ্যে অন্যবারের আয়োজনের মতোই এবারও প্রদর্শনীতে সর্বশেষ প্রযুক্তির নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।
চলতি বছর এ প্রদর্শনী হচ্ছে ৪৭ বারের মতো। আয়োজকেরা জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে ২০ হাজারেরও বেশি নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শন হতে পারে। বেশ কয়েকটি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে ইসরাইলের একটি ‘স্টার্টআপ’ প্রতিষ্ঠানের তৈরি ‘স্টোরডট’ নামের বিশেষ মোবাইল ফোন চার্জার। এ চার্জারে সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন চার্জ করা যাবে বলে দাবি নির্মাতাদের। বলা হচ্ছে, একটি জুস নিয়ে সেটিতে স্ট্র দিয়ে বার দুয়েক পান করতেই হয়ে যাবে স্মার্টফোন চার্জ। এর আগেও এ ধরনের চার্জার নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেগুলো আলোচনাতেই সীমাবদ্ধ থাকায় আলোর মুখ দেখেনি। অন্য যেকোনো চার্জারের চেয়ে প্রায় ১০০ গুণ দ্রুতগতিতে চার্জ করবে স্টোরডট। শুধু স্মার্টফোনই নয়, ট্যাবলেট, ল্যাপটপ এমনকি পরিধেয় প্রযুক্তিপণ্যও এ চার্জার দিয়ে দ্রুতগতিতে চার্জ করা যাবে।
এ চার্জারটিতে চার্জ ধরে রাখা যাবে। তবে তাতেও খুব বেশি বিদ্যুৎ খরচ হবে না বলেই দাবি নির্মাতাদের। একই সঙ্গে চার্জার এবং বহনযোগ্য চার্জার হিসেবে কাজ করবে স্টোরডট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডরন মায়ার্সড্রপ জানান, ‘আমরা গ্রাহকদের স্মার্ট যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা ‘চার্জ-এর বিষয়টি সহজ করতেই এ উদ্যোগ। তবে এখনো গ্রাহক পর্যায়ে এ চার্জারটি পৌঁছানোর ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হবে।’ প্রাথমিকভাবে বিভিন্ন আকারে এবং মিলি অ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) এককের হিসাবে এ চার্জার তৈরি করা হচ্ছে। যাতে করে গ্রাহক নিজেদের পছন্দ অনুযায়ী চার্জারটি নিতে পারেন বলে জানিয়েছেন নির্মাতারা।
বর্তমান সময়ের নানা ধরনের আধুনিক স্মার্ট যন্ত্রের ক্ষেত্রে অন্যতম বাধা চার্জ। এ নিয়ে বিস্তর গবেষণা করছে খোদ বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ সমস্যাটির সমাধানেও কাজ করছে অনেকেই। তবে এবার ‘স্টোরডট’ সে সমস্যাটির সমাধান দেখিয়েছে।
mostafiz.eee:
Hmm, interesting.
Esrat:
glad to know
Esrat:
glad to know :)
mostafiz.eee:
;D
Navigation
[0] Message Index
Go to full version