Faculty of Allied Health Sciences > Public Health
শীতে কানে তালা?
(1/1)
Tasnuva Anowar:
শীতে ঠান্ডা লেগে কানে তালা লাগতে পারে। মানে কান বন্ধ হয়ে থাকে, কিছু শোনা যায় না। কখনো কানে অস্বাভাবিক শব্দ হয়। কেন হয় এমন?
কানের সঙ্গে গলার সংযোগ রক্ষা করে অডিটরি টিউব। মধ্যকর্ণ ও আবহাওয়ার বায়ুর চাপের ভারসাম্য রক্ষা করে এই টিউব। টিউবটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মধ্যকর্ণে প্রদাহ দেখা দেয়। এ কারণে কান বন্ধ মনে হয়। শিশু ও বয়স্ক, যাদের ঘন ঘন শ্বাসনালির প্রদাহ বা সংক্রমণ হয়, প্রায়ই অ্যালার্জিজনিত নাকের প্রদাহ হয় ও এডিনয়েড বা টনসিলের সমস্যা আছে, তারা এতে বেশি ভোগে। সাধারণ সমস্যা হলেও এ থেকে মধ্যকর্ণে প্রদাহ, পুঁজ, এমনকি পর্দা ফুটো হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
কানে তালা লাগলে প্রদাহ কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। বয়স উপযোগী নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে। ব্যথা কমাতে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। যাঁদের ঠান্ডার ধাঁচ ও অ্যালার্জি আছে, তাঁরা সহজে ঠান্ডা লাগাবেন না।
Saba Fatema:
Thanks for sharing.
Ferdousi Begum:
???
Navigation
[0] Message Index
Go to full version