Science & Information Technology > Latest Technology
প্রকাশ হল স্যামসাং গ্যালাক্সি এস৬ এর ছবি
(1/1)
Karim Sarker(Sohel):
স্যামসাং গ্যালাক্সি এস৬ বাজারে এখনও আসেনি তবে একে নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। মেটাল ডিজাইন ও ৪কে স্কীন ছাড়া স্যামসাং গ্যালাক্সি এস৬ সম্পর্কে বলতে গেলে আর কিছুই জানিনা আমরা। এর আকার থেকে শুরু করে কি কি নতুন ফিচার এতে যোগ কোর হয়েছে তা নিয়ে একেকজন বলছে একেক কথা।
এর মধ্যেই সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এস৬ এর আনুমানিক দর্শন কেমন হতে পারে তার কিছু ছবি প্রকাশ করা হয় নিচে ছবিগুলো দেওয়া হলঃ
একটি অ্যালুমিনিয়াম শেল দ্বারা তৈরি গ্যালাক্সি এস৬ পূর্বের গ্যালাক্সি এস এর চাইতে অধিক মজবুত হতে পারে।
এছাড়া গ্যালাক্সি এস৬ মডেলের থাকতে পারে একটি বাঁকা প্রান্ত বিশিষ্ট স্ক্রিন।
ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের অনুরূপ হতে পারে।
গ্যালাক্সি এস৬ হতে পারে একটি আলট্রা স্লিম মেটাল হাউজিং, বৃত্তাকার পাশ প্রান্ত ইত্যাদি বৈশিষ্ট্যের। এছাড়াও ইউনিটের পিছনে থাকবে একটি বিল্ট ইন স্পিকার।
এছাড়া আকর্ষণীয় ডিজাইন ও উজ্জ্বল রঙে প্রদর্শিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস৬।
- See more at: http://www.priyo.com/2015/01/11/127788.html#sthash.Ebu3sy7b.dpuf
Karim Sarker(Sohel):
ছবি দেখুন পর্যায় ক্রমে----
Karim Sarker(Sohel):
ছবি দেখুন পর্যায় ক্রমে----
Navigation
[0] Message Index
Go to full version