Faculty of Humanities and Social Science > Law

Mobile Charge

(1/1)

AbdurRahim:
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৫-তে দ্রুত ব্যাটারি চার্জের আরও উন্নত ও ব্যবহারযোগ্য চার্জিং ডকের নতুন প্রটোটাইপ দেখিয়েছে ইসরাইলি স্টার্টআপ প্রতিষ্ঠান স্টোরডট।
Print Friendly and PDF
2
 


0
 

4
 


এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৮ মাস আগেও এ চার্জিং ডকের মৌলিক একটি প্রোটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি যা বিভিন্ন কারণে বাজারে ছাড়ার অনুপযুক্ত ছিল।

প্রথম প্রটোটাইপটির প্রধান সমস্যা ছিল আকৃতি। আকারে বড় হওয়ার কারণে তা সর্ব সাধারণের ব্যবহারের জন্য অনুপযুক্ত ছিল। কিন্তু নতুন প্রোটোটাইপটি আকারে অনেকটাই পাতলা। এ ছাড়াও নতুন প্রটোটাইপটিতে নতুন ধরনের জৈব অণু সংশ্লেষিত ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

স্টোরডটের প্রধান নির্বাহী ডরন মেয়ার্সডর্ফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যেই এ প্রযুক্তিটির স্বত্ত্ব কেনার প্রস্তাব দিলেও ভোক্তার হাতে পৌঁছে দেয়ার জন্য এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত নয় পণ্যটি, তাদের এখনও ‘অনেক কাজ বাকি’ রয়েছে।

নতুন প্রটোটাইপটি বর্তমানে সাধারণ হ্যান্ডসেটের ৯০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি দু’ মিনিটে চার্জ করতে পারে কিন্তু এভাবে হ্যান্ডসেটকে দিনে কয়েকবার চার্জ দিতে হবে। নির্মাতা প্রতিষ্ঠান এ খুঁতটি রাখতে চাচ্ছে না। এজন্য ২০১৭ সাল নাগাদ চার্জ ক্ষমতার মাত্রা আরও বাড়িয়ে এবং চার্জের সময় আরও কমিয়ে অর্ধেকে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

Ferdousi Begum:
 8) 8)

Navigation

[0] Message Index

Go to full version