Health Tips > Skin
তেলে ত্বক তাজা
(1/1)
Karim Sarker(Sohel):
চুলের যত্নে তুলনা নেই নারকেল তেলের। এই তথ্য জানে সবাই। কিন্তু ত্বকের যত্নেও নারকেল তেল যে অনন্য- সে কথা অজানা অনেকের। অথচ ত্বকের যে কোনো সমস্যায় নারকেল তেলকে মহৌষধ হিসেবে গণ্য করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। তেলে ত্বক তাজা
চলুন জেনে নেয়া যাক এমন কিছু ত্বকসংক্রান্ত জটিলতা, নারকেল তেলের কল্যাণে সমাধান হয় সহজেই-
চুলকানি ও ফাটা ত্বকের যত্নে
চুলকানির মতো চর্মরোগে নারকেল তেল ব্যবহারে পাবেন সুফল। সেই সঙ্গে ফেটে যাওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতেও ব্যবহার করা যায় নারকেল তেল। চুলকানি উপশমে নারকেল তেল তাৎক্ষণিকভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আর নিয়মিত নারকেল তেল মাখলে ত্বকের পানিশূণ্যতা দূর হবে। এতে কমবে শুষ্কতা এবং ত্বক ফাটার আশঙ্কা।
ব্রণ ও ব্রণের দাগ সারাতে
ব্রণ সমস্যা সমাধানে নারকেল তেল ভীষণ উপকারী। ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় মূলত ব্রণ দেখা দেয়। নারকেল তেল বন্ধ হয়ে যাওয়া লোমকূপ পরিষ্কার করতেই শুধু সাহায্য করে না, লোমকূপের চারপাশের ফুলে যাওয়াও প্রশমন করে। এছাড়াও ব্রণের দাগ দূর করতেও নারকেল তেল সাহায্য করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ব্রণের দাগ ও ক্ষত ম্লান হবে। সঙ্গে নিয়মিত পরিষ্কার হবে আপনার ত্বকও।
র্যাশের রাশ টানতে
শীতকালে ত্বকে এক ধরণের লালচে ফুসকুঁড়ি কিংবা দাগ দেখা দেয়। যাতে প্রদাহ বা চুলকানিও হতে পারে। র্যাশ নামক এই সমস্যা সমাধানেও নারকেল তেলের সহায়তা নিতে পারেন। নারকেল তেল ব্যবহারের ফলে আপনার ত্বকে তৈরি হবে নমনীয়তা, আসবে কোমল ভাব। এর মাধ্যমে ত্বকের র্যাশের সমস্যা প্রশমিত হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Navigation
[0] Message Index
Go to full version