মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন এক ধরনের রোবট, যা আমাদের গ্রহেরই সবচেয়ে দুর্গম কিছু জায়গায় গিয়ে অভিযান চালাতে পারবে।জেপিএলের গবেষকেরা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে ভলকানোবট ওয়ান নামের একটি ছোট্ট রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছেন। এটি কিলাওয়ায়েয়া আগ্নেয়গিরির নিষ্ক্রিয় কয়েকটি ফাটল ধরে ভেতরে প্রবেশ করতে যাচ্ছে। আগ্নেয়গিরিটি এখনো সক্রিয় রয়েছে।
ভলকানোবট ওয়ান হচ্ছে দুই চাকাওয়ালা একটি রোবট। প্রায় এক ফুট দীর্ঘ রোবটটির উচ্চতা সাত ইঞ্চিরও কম। ভূপৃষ্ঠের নিচের তপ্ত তরল পদার্থ পরীক্ষার কাজে আগেও এই রোবট ব্যবহার করা হয়েছিল। কিলাওয়ায়েয়া নিচে গত বছরের মে মাসে প্রথম অভিযানে রোবটটি ৮২ ফুট গভীরতায় যেতে সমর্থ হয়েছে। বিজ্ঞানীদের আশা, পরবর্তী প্রচেষ্টায় আরও গভীরে পৌঁছাতে পারবে ভলকানোবট ওয়ান। নিষ্ক্রিয় ফাটলগুলোর মানচিত্র তৈরি করার মাধ্যমে তাঁরা বুঝতে পারবেন, গলিত লাভাসহ আগ্নেয়গিরি নিঃসৃত বিভিন্ন পদার্থ কীভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, উদ্গিরণ কীভাবে ঘটে সে ব্যাপারে আরও বিশদ ধারণা অর্জনেও এই গবেষণা সহায়ক হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর আগ্নেয়গিরি নিয়ে এ ধরনের বিশ্লেষণের মাধ্যমে মহাকাশ গবেষণায় অনেক দূর এগিয়ে যাওয়া যেতে পারে।
সূত্র: পপুলার সায়েন্স