ছবি থেকে ফিঙ্গার প্রিন্ট নকল

Author Topic: ছবি থেকে ফিঙ্গার প্রিন্ট নকল  (Read 1170 times)

Offline Esrat

  • Jr. Member
  • **
  • Posts: 92
  • Test
    • View Profile
ছবি থেকে আঙুলের ছাপ নকলসম্প্রতি ছবি থেকে আঙুলের ছাপ নকল করার পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন হ্যাকারদের সংগঠন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) এর এক সদস্য। সাধারণ ক্যামেরায় তোল ছবি ও সফটওয়্যার ব্যবহার করে জার্মানির এক রাজনীতিবিদের আঙুলের ছাপ নকল করে দেখিয়েছেন তিনি।
এক খবরে বিবিসি জানিয়েছে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফন ডের লেয়নের আঙুলের ছাপ নকল করতে প্রচলিত একটি সাধারণ মানের ক্যামেরা ও বাজারে প্রচলিত সফটওয়্যার ব্যবহার করেছেন। জার্মানির ওই রাজনীতিবিদের কোনো বায়েমেট্রিক ছাপ ইয়ান ক্রিসলার নামের ওই হ্যাকারের কাছে ছিল না।
হ্যাকারদের সংগঠন কেওস কম্পিউটার ক্লাব আয়োজিত সাম্প্রতিক একটি সম্মেলনে ক্রিসলার ছবি থেকে আঙুলের ছাপ বের করার পদ্ধতিটি দেখিয়েছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ইউরোপের প্রসিদ্ধ একটি হ্যাকার সংগঠন হচ্ছে সিসিসি।
সম্মেলনে ক্রিসলার দাবি করেন, অক্টোবর মাসে এক সংবাদ সম্মেলনে উরসুলা ফন দের লেয়েনের বুড়ো আঙুলের ছবি খুব কাছ থেকে তোলেন তিনি। এ ছাড়াও বিভিন্ন কোন থেকে আরও ছবি সংগ্রহ করা হয়। এরপর সফটওয়্যারের সাহায্যে হুবহু তাঁর আঙুলের ছাপ পাওয়া যায়।
বিশেষজ্ঞরা বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আঙুলের ছাপ অনিরাপদ বলেই মনে করছেন।

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
Hmm, interesting.