Faculty of Engineering > EEE
নতুন ধূমকেতু
(1/1)
Esrat:
নাম ২০১৪কিউটু বা সংক্ষেপে কিউটু। জানুয়ারি অধিকাংশ সময়জুড়ে রাতের আকাশে দেখা যাবে এই ধূমকেতু। আকাশ স্পষ্ট থাকা সাপেক্ষে দূরবীক্ষণযন্ত্র (টেলিস্কোপ) বা বাইনোকুলারের সাহায্য ছাড়াই এটি দেখা যেতে পারে। ধূমকেতুটি গত বছরের ১৭ আগস্ট ভোরের ঠিক আগমুহূর্তে নিজের বাড়ির ছাদের পর্যবেক্ষণকেন্দ্র থেকে প্রথম দেখতে পান অস্ট্রেলিয়ার জ্যোতির্বিদ টেরি লভেজয়। তিনি ২০০৭ সাল থেকে এ পর্যন্ত পাঁচটি ধূমকেতু আবিষ্কার করেছেন। কিউটু নামের ধূমকেতুটি গত নভেম্বর থেকে ক্রমশ বেশি উজ্জ্বল হচ্ছে। স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরির জ্যোতির্বিদ গ্যারেথ ভি উইলিয়ামসের হিসাব অনুযায়ী, ৭ জানুয়ারি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে কিউটু। আকাশ যত অন্ধকার হবে, ধূমকেতুটি তত স্পষ্ট দেখা যাবে।
mostafiz.eee:
Interesting.
Navigation
[0] Message Index
Go to full version