Science & Information Technology > Science Discussion Forum
৫ হাজার টাকায় লেনোভো ট্যাবলেট!
(1/1)
Karim Sarker(Sohel):
ল্যাপটপ বাজারের এক নম্বর ব্র্যান্ড লেনোভো। এবার সস্তায় ট্যাবলেট আনলো তারা। মাত্র ৪ হাজার ৯৯৯ রুপিতে ভারতের বাজারে এসেছে এ ট্যাবলেট। শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
৭ ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেটটির মডেল TAB 2 A7-10। এতে থাকছে 1.3 GHz কোয়াড কোর প্রোসেসর। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট 4.4।
লেনোভো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতি CES 2015-এ এই ট্যাবলেট লঞ্চ করেছিল।
TAB 2 A7-10 এ রয়েছে 1024×600 পিক্সেল রেজুলিউশন সম্পন্ন ৭ ইঞ্চির স্ক্রিন। র্যাম ১ জিবি।
৮ জিবি ইন্টারন্যাল মেমোরি রয়েছে ট্যাবলেটটিতে যা মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এতে ডলবি ডিজিটাল সাউন্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা নেই।
তবে এই ট্যাবলেটে অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ অপারেটিং সিস্টেম আপডেট করা যাবে কি না, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
Collected .....
Karim Sarker(Sohel):
ছবিতে দেখুন ......।
Navigation
[0] Message Index
Go to full version