নিজের মতো করে স্মার্টফোনে যুক্ত করা যাবে র্যাম, মেমোরি স্টোরেজ কিংবা ক্যামেরা, এই ধারণা নিয়েই মড্যুলার স্মার্টফোনের জন্য কাজ শুরু করেছিল গুগলের প্রোজেক্ট এআরএ। আর স্মার্টফণের নতুন এই ধারণা নিয়ে এখনও কাজ করে যাচ্ছে শীর্ষ এই সার্চ ইঞ্জিনটি। তবে এরই মধ্যে পাইলট প্রকল্প আকারে স্মার্টফোনটি বিক্রি শুরু করার সময়েরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রোজেক্ট এআরএ ডেভেলপার কনফারেন্সে গত বুধবার গুগলের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের শেষের দিকে পুয়ের্তো রিকোতে পরীক্ষামূলকভাবে বিক্রি শুরু হবে মড্যুলার স্মার্টফোন। একইসাথে কনফারেন্সে দেখানো হয়েছে স্মার্টফোনটির নতুন একটি প্রোটোটাইপ 'স্পাইরাল ২'।
গুগলের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে ৫০০ কোটি মানুষের হাতে মোবাইল ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। আর এজন্য শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মড্যুলার স্মার্টফোনের মূল কাঠামোটি। আর ব্যবহারকারীরাই তাদের প্রয়োজনমতো সেখানে যুক্ত করে নেবেন ক্যামেরা, র্যাম, স্টোরেজ কিংবা প্রসেসরের মতো বিভিন্ন ফিচার।
Collected...