Science & Information Technology > Internet Technology
আগামী পাঁচ বছরের মধ্যেই চালকবিহীন গাড়ি বাজারে ছাড়বে গুগল
(1/1)
Karim Sarker(Sohel):
আগামী পাঁচ বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালকবিহীন গাড়ি বাজারজাতকরণের পরিকল্পনা করছে গুগল। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় চলছে গুগলের এই গাড়ি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গিয়েছে, গুগল বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে এই গাড়ি নির্মাণের ব্যাপারে আলোচনা শুরু করেছে। এর মধ্যে আছে টয়োটা, ভক্সওয়াগন, ফোর্ড এবং যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের মতো প্রতিষ্ঠানও।
তবে এ ধরণের গাড়ি রাস্তায় চলাচলের জন্য কতটা নিরাপদ হবে, তা নিয়েই এখনও অনেকেই সন্দিহান। যদিও গুগল এ ব্যাপারে বেশ আশাবাদি।
Collected ....
Karim Sarker(Sohel):
ছবিতে দেখুন ......।
Navigation
[0] Message Index
Go to full version