Religion & Belief (Alor Pothay) > Hadith
কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় এবং কখন।
(1/1)
Karim Sarker(Sohel):
আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, কোন দোয়া সর্বাধিক শোনা (কবূল করা) হয়? তিনি বললেন, “রাত্রির শেষভাগে এবং ফরয নামাযসমূহের শেষাংশে।”
[তিরমিযি ৩৪৯৯]
Navigation
[0] Message Index
Go to full version