টাচ স্ক্রিনের মনিটর বনাম সাধারণ এলসিডি মনিটর

Author Topic: টাচ স্ক্রিনের মনিটর বনাম সাধারণ এলসিডি মনিটর  (Read 1027 times)

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
টাচ স্ক্রিনের মনিটর আর সাধারণ এলসিডি মনিটরের মতো। তবে এতে বিশেষ ধরনের পরিবাহী অংশ থাকে। যখন টাচ স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দেয়া হয় তখন এর রোধ এর পরিবর্তন পরিমাণ করে টাচ স্ক্রিন বুঝতে পারে। আপনি টাচ স্ক্রিনের কোন অংশে চাপ দিয়েছেন। কিছু কিছু টাচ স্ক্রিন রোধের পরিবর্তে ক্যাপাসিটরের পরিবর্তন  পরিমাণ করে। আইফোনে একটি স্তরের পরিবর্তে দুটি স্তর ব্যবহার করে একে একে মাল্টিটাচ সিস্টেম বলে। আইফোনে বিশেষ প্রসেসর রয়েছে যা আরও পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে পারে কোন জায়গাটিতে ব্যবহারকারী স্পর্শ করতে চাচ্ছে।