Faculty of Engineering > EEE
মশার ভনভন
(1/1)
mostafiz.eee:
মশা কিন্তু আসলে ইচ্ছা করে কানের কাছে ভন ভন করে না। মশা কানের কাছে এলে আমরা যে শব্দটা শুনি, সেটা আসলে মশার ডানা ঝাপ্টানোর শব্দ ! মশা প্রতি সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপ্টায় । এতো বেশিবার ডানা ঝাপ্টায় বলেই আমরা একরকম ভনভন শব্দ শুনি।
Navigation
[0] Message Index
Go to full version