Faculty of Engineering > EEE

Fluorescent Tube

(1/1)

mostafiz.eee:
বাসা-বাড়িতে আমরা টিউব-লাইট হিসেবে যেটি ব্যবহার করি এটি মূলত সেটাই। এটাতে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যালাস্ট(এটা এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যা কোন সার্কিটে লোড ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রন করে) থাকে, দুই পাশে ২টা টাংস্টেন ইলেকট্রোড থাকে, টিউবে বাষ্পীয় মারকারি থাকে এবং টিউবের গায়ে ফসফর আবরণ থাকে। প্রথমে ব্যলাস্টের মাধ্যমে উচ্চ-ভোল্টেজ উৎপন্ন করা হয় যার ফলে দুই ইলেক্ট্রোডের মধ্যে বৈদ্যুতিক আর্ক সৃষ্টি হয়। এই আর্ক মারকারি বাষ্পকে উত্তেজিত করে, এবং আলট্রাভায়োলেট ফোটন উৎপন্ন হয়। এই ফোটন সমূহ টিউবের ফসফর আবরনে আঘাত হানে, ফলে দৃশ্যমান আলো নির্গত হয়। এরপর ব্যলাস্টটি এমনভাবে ভোল্টেজ কমিয়ে আনে, যাতে আর্কটি বজায় থাকে। টিউবের মধ্যে কিছু আর্গনও থাকে যা আলোক উৎপাদনের শুরুটা ত্বরান্বিত করে এবং আলোকে উজ্জ্বল করে।

Navigation

[0] Message Index

Go to full version