বধির মানুষ জিহ্বা দিয়ে “শুনতে” পারবে শব্দ

Author Topic: বধির মানুষ জিহ্বা দিয়ে “শুনতে” পারবে শব্দ  (Read 828 times)

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
কানে পরিধেয় ককলিয়ার ইমপ্ল্যান্ট অনেক বধির মানুষের শ্রবণশক্তি ফিরিয়ে দিতে সক্ষম, কিন্তু তার আছে বেশ কিছু সমস্যা। সব ধরণের বধিরতার জন্য তা ব্যবহার্য নয়, এটি অস্ত্রোপচার করে বসাতে হয় এবং এর খরচ প্রচুর। এর জায়গা নিতে পারে নতুন এক ডিভাইস যা জিহবার মাধ্যমে বধির মানুষদের শুনতে সাহায্য করতে পারে।

কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (CSU) গবেষকেরা তৈরি করেছেন এই ডিভাইস। এর মাধ্যমে শ্রবণের অনুভূতি ফিরে আসে না বটে, তবে তা শব্দকে এমন ধরণের কম্পনে রূপান্তরিত করে যা জিহ্বার মাধ্যমে অনুভব করা যায়। এই প্রযুক্তি ককলিয়ার ইমপ্ল্যান্টের চাইতে সস্তা তো বটেই, পাশাপাশি এর জন্য কোনো অস্ত্রোপচারও দরকার হয় না।
ককলিয়ার ইমপ্ল্যান্ট বা হিয়ারিং এইড বিভিন্নভাবে কাজ করে। হিয়ারিং এইড শুধুমাত্র শব্দকে বাড়িয়ে দেয়, যেখানে ককলিয়ার ইমপ্ল্যান্ট কানের ক্ষতিগ্রস্ত অংশকে পাশ কাটিয়ে সরাসরি অডিটরি নার্ভকে স্টিমুলেট করে। কিছুটা প্রশিক্ষণের পর ব্যবহারকারী বিভিন ধরণের শব্দ বুঝতে পারেন। এটির ওপর আরও গবেষণার পর অনেক কম খরচে একে তৈরি করা সম্ভব হবে আর এর দাম অবশ্যই ককলিয়ার ইমপ্ল্যান্টের চাইতে কম হবে।

CSU ডিভাইসও অনেকটা এভাবেই কাজ করে। ব্লুটুথযুক্ত একটি ইয়ারপিস শব্দকে একটি প্রসেসরে পাঠায় যা শব্দকে একগুচ্ছ প্যাটার্নে রূপান্তরিত করে। এরপর জিহ্বায় ধরে রাখা একটি মাউথপিসে থাকা ইলেক্ট্রোড এগুলোকে কম্পন হিসেবে মস্তিষ্কে পাঠায়। এটি ব্যবহার করে কেউ কেউ বলেন অনুভূতিটি অনেকটা শ্যাম্পেন পান করার ফলে জিহ্বায় সামান্য জ্বলুনির মতো।

মস্তিষ্ক এবং জিহ্বাকে একই সাথে কাজ করার প্রশিক্ষণ দিতে পারলে এই ডিভাইস ব্যবহার করে শ্রবণের অনুভূতি গ্রহন করাটা সহজ হয়ে যায়। গবেষকেরা জিহ্বাকে এক্ষেত্রে ব্যবহার করেন কারণ জিহ্বায় প্রচুর পরিমাণে নার্ভ আছে আর এখান থেকে সিগন্যাল গ্রহণ করাটা মস্তিষ্কের জন্য সহজ। যে কারণে আঙ্গুলের ডগা ব্যবহার করে ব্রেইল পদ্ধতিতে বই পড়া সহজ, সে কারণেই জিহ্বা ব্যবহার করে শ্রবণের ব্যাপারটাও সহজ।
(মূল: Justine Alford, IFLScience)

সূত্র-প্রিয়.কম

Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030

Offline Karim Sarker(Sohel)

  • Hero Member
  • *****
  • Posts: 521
  • Test
    • View Profile
ছবিতে দেখুন......।
Md. Karim Sarker (Sohel)
Administrative Officer
Daffodil International University
Uttara Campus.
Ph-58952710, Ex-201
Mob-01847140030